Namo Buddhaya.
ভগবান বুদ্ধ দর্শন ও বৌদ্ধ ধর্মাবলম্বী,হাজার বছর হইতে ভগবান বুদ্ধের জ্ঞান মানব সভ্যতাকে বিশেষ প্রভাব বিস্তার করার ফল স্বরূপে বিভিন্ন জাতী উপজাতীর সহযোগিতায় সমগ্র বিশ্বে ভগবান বুদ্ধের বানী ও বিদ্যা প্রচার এবং বুদ্ধের নীতি শিক্ষার দীক্ষা প্রদানের উদ্দেশ্যে অপার সমূদ্র সদৃশ বৌদ্ধ পুস্তক,লিপি এবং বিভিন্ন ধরনের মঠ মন্দির নির্মান ও ইহাদের কলা কৌশল চিরকাল আমাদের অন্তর আত্মায় স্মরনীয় হয়ে থাকার উদ্দেশ্যে বৌদ্ধ ভিক্ষুক সংঘ ও বিভিন্ন রাজা প্রজাবর্গের অশেষ অশেষ সহযোগিতা রয়েছে । বিশ্বের প্রায় 60% শতাংশ লোক বর্তমানে বৌদ্ধ ধর্মে অনুপ্রানিত হয়ে ভগবান বুদ্ধের নীতি শিক্ষার উদ্দেশ্যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করিয়াছেন। আগামী শতাব্দীতে ইহার সংখ্যা প্রায় 75% হবে। পৃথিবী হইতে হিংসা,অশান্তি,দুষ্কর্ম,দুর্নীতি,দূর করিবার জন্য বৌদ্ধ ধর্মীয় উপদেশ ও বিদ্যা শিক্ষার বিভিন্ন দিক পরিবর্তনশীল বিশ্ব রূপে রূপান্তরিত হইতেছে। বিভিন্ন দিক আধ্যাত্মিক ও মানসিক,শারীরিক উৎকর্স সাধন প্রক্রিয়ার দ্বারা মানব জীবনকে উন্নতির পথ প্রদর্শক হিসাবে বৌদ্ধ ধর্মের স্থান সর্বোচ্চ।
Comments
Post a Comment