ছট উৎসব

ছট উৎসব কি ? ছট উৎসব সম্পর্কে বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী পন্ডিত বিভিন্ন মত পোষণ করেছেন। ছট উৎসব ভারত বর্ষে সিন্ধু সভ্যতার এক অংগ । ছট উৎসব 'মহাভারত' এর যুগ হইতে আরম্ভ বলে অনেকে মত পোষন করেছেন । ভগবান শ্রীকৃষ্ণ এর ভ্রাতা বলরাম এর মাত্রী ভক্তি ও বাহু শক্তির যে অলৌকিক অবদান, তাঁর উপর ভিত্তি করে ভারতীয় কৃষক সমাজ ছট উৎসব পালন করে থাকেন বলে অনেক হিন্দু পন্ডিতরা মত দিয়েছেন । ছট উৎসব কার্তীক দেবতা স্মরনে,এই উৎসব কার্তীক মাসে পালন করা হয় । এই উৎসব লক্ষীপূজা হইতে আরম্ভ হয় বলে অনেকে মত পোষণ করেছেন । ছট উৎসব সাধারণত কালী পূজার পর বা আমাবস্যার পর নতুন চাঁদ উদিত হওয়ার দিন বা শুক্ল পক্ষ তিথি হইতে আরম্ভ হয় । আমাবস্যার পর দিন হইতে ছট পূজার ব্রত পালন করা হয় । বাড়ীর সকল ব্যক্তি ছট ব্রত পালন করিতে পারে,সাধারনত বাড়ীর মুরব্বী বা জোষ্ট মহিলা ছট ব্রত পালন করে থাকেন ।
ছট ব্রত পালন করার মূল উদ্দেশ্যে হল বাড়ীর ফসল উন্নত হওয়া ও গৃহে মঙ্গল সাধনের উদ্দেশ্যে সূর্য প্রনাম করার বিধান রয়েছে । তাই হিন্দু জাতীরা সূর্য দেবতাকে সন্তষ্ট করার উদ্দেশ্যে, সূর্য দেবতার আশির্বাদের আশায়, 'সূর্য পূজা' আয়জোন বা পূজা করা হয় ।
অসমে 'কাতী বিহুর' তিথির নিয়মের সঙ্গে ইহার মিল রয়েছে । বৌদ্ধ সম্প্রদায়ের 'দীপ উৎসব' এর সঙ্গেও ছট উৎসব এর মিল দেখা যায় । এই উৎসব অন্ধকার হইতে জনজীবন আলোময় হওয়ার উদ্দেশ্যে হল ছট উৎসবের মূল বৈশিষ্ট । অতএব 'দিপাবলী উৎসব' বলেও বিভিন্ন পন্ডিতে মত পোষণ করেছেন ।
ছট উৎসব ব্রত পালন করার কিছু নিয়ম রয়েছে । আমাবস্যার পর নতুন চাঁদ উদয় হওয়া সন্ধ্যা হইতে ছট ব্রত পালন করা হয় । নিরামিস ভোগ ও বিভিন্ন ফল মূল দিয়ে এই পূজা নিজ বাড়ীতে একটি জলপূর্ণ গর্ত করে সে স্থানে আরাধ্য দেবতার আরাধনা করা হয় । দুদিন স্নান ও ফলাহার করে এই পূজা ও আরাধ্য দেবতার আরাধনা করা হয় ,তিতীয় দিন সম্পূর্ণ উপবাস পালনের সাথে ছট ব্রত পালন করা হয় । চতুর্থ দিন সকাল সূর্য উদিত হওয়ার পূর্বে ছট দেবতার আরাধনা বা সূর্য পূজা সমাপন করা হয় বাড়ীর বাইরে নদীর তীর দেশে ।

Comments

Popular posts from this blog

মানসিক চাপ ইহার প্রতিকার

How can increase your values of blog post by social media.

FEDERATION OF BARUA BUDDHIST WELFARE ASSOCIATION OF ASSAM