'KATHAK' and Indian Music.
ভারতীয় সভ্যতার অন্যতম কলা 'কথক',গ্রামে ও শহরে বিশেষ ভাবে সমাদর লাভ করিয়া আসিয়াছে। বাংলা টপ্পা গানের প্রবর্তক শ্রীধর কথক ভারতীয় সভ্যতায় অন্যতম স্হান অধিকার করেছিলেন 1857 খ্রীষ্টাব্দে হুগলী জেলার বাঁশবেড়িয়াতে তিনি জন্ম গ্রহন করিয়াছিলেন। তিনি বাংলা, হিন্দি, আরবী ও ফরাসী ভাষায় বহু টপ্পা গান রচনা করিয়া বিশেষ সমাদর লাভ করিয়া ছিলেন। সেই সময়ে তাঁহার পিতামহ লালচাঁদ বিদ্যাভূষণ ভারতীয় সংগীত জগতে খ্যাতি অর্জন করিয়া ছিলেন। শ্রীধর কথক তাঁহার পিতামহের আশির্বাদ প্রাপ্ত হইয়া কবি ও পাঁচালী সংগঠনে যোগদান করিয়া ছিলেন। শৈসব কাল হইতেই তিনি সংগীত ও কবিতার বিশেষ জ্ঞান অর্জন করিয়া ছিলেন। পাঁচালী ও কবি গানের সংঘ এর সহিত তিনি ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান পরিবেশণ করিয়া ছিলেন। তিনি কিছু কাল মুর্শিদাবাদে ব্যবসায় লিপ্ত হইতে চেষ্টা করিয়া ছিলেন এবং সেখানে তিনি কালীচরণ ভট্টাচার্য্য নিকট হইতে কথক পাঠ গ্রহন করেন এবং তিনি ভারতীয় সংগীত জগতে সুকণ্ঠ শিল্পী হিসাবে পরিগণিত হন।
Comments
Post a Comment