Importance of Flute in Music.

We are well known that Flute is a musical instrument made of bamboo.
কয়েক প্রকার বাঁশী এবং ইহার ব্যবহার সম্পর্কে আলোচনা করা হইয়াছে।
1.সহজ বা সরল বাঁশী: সরু আকারের বাঁশ দ্বারা ইহা প্রস্তুত করা হইয়া থাকে। ইহা এক ফুট দৈর্ঘ ও ভিতরে ফাঁপা। ইহাতে সাতটি স্বর ছিদ্র থাকে এবং একটি বায়ু ছিদ্র থাকে। শিল্পীরা ফুদিয়া প্রথম চারটি স্বর ছিদ্র ডান হাতের চারটি আঙুলি দিয়া বাকী তিনটি বাম হাতের আঙুলি প্রয়োজন অনুসারে বাজাইয়া থাকেন। ইহা সোজা ধরিয়া বাজানো হয় বলিয়া ইহাকে সরল বা সোজা বাঁশী বলা হয়।
2.আঁড়বাঁশী: আড়াআড়ী ভাবে ধরিয়া বাজানো হয় বলিয়া ইহাকে আঁড় বাঁশী বলা হয়। অসমে বিহু উৎসবে এই ধরনের বাঁশীর পয়োগ বিশেষ ভাবে পরিলক্ষিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই ধরনের বাঁশী ব্যবহার করিয়া ছিলেন এবং সেই জন্যই ইহার অপর নাম 'মুরলী'। ইহাতে সরল বাঁশী'র মতো সাতটি স্বর ছিদ্র থাকে।
লয় বাঁশী: লয় বাঁশী সহজ ভাবে ধরিয়া বাজানো হয় এবং ইহাকে মূখের এক কোণে বক্র করিয়া বাজানো হয় য়। ইহাতে বায়ু নির্গম ছিদ্র থাকে না।
টিপারা বাঁশী বা ফ্লুট(Flute): এই বাঁশীটি বর্তমানের রাজ্য ত্রিপুরা হইতে আবিস্কার হইয়াছিল বলিয়া ইহাকে টিপারা ফ্লুট(Flute)বা টিপরাইয়া বাঁশী ও বলা হয়। বিশ্ব বিখ্যাত আলাউদ্দিন খাঁ এবং বিশিষ্ট গায়ক ও সুরকার শচীন দেববর্মণ ইহা ব্যবহার করিতেন।

Comments

Popular posts from this blog

মানসিক চাপ ইহার প্রতিকার

How can increase your values of blog post by social media.

FEDERATION OF BARUA BUDDHIST WELFARE ASSOCIATION OF ASSAM