'কঠিন চিবর দান উৎসব' এবং ইহার গুরুত্ব।
আজ হইতে প্রায় 25000 বৎসর পূর্বে গৌতম বুদ্ধের আবির্ভাব আমাদের ভারত বর্ষে হয়েছিল। তাঁহার জ্ঞান দীপ দিয়ে বর্তমানে প্রচলিত 'কঠিন চিবর দান উৎসব' সমগ্র বিশ্বে একত্রে পালন করিয়া আসিতেছেন। এই উৎসবের গুরুত্ব বর্তমানে বিশ্বের জাতী ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের সহযোগিতায় সাফল্য মন্ডিত করিয়া আসিতেছেন। বিশ্বের সকল বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে প্রতি বৎসর পালন করা হইয়া থাকে। মহা 'কঠিন চিবর দান উৎসব' সমগ্র বিশ্বকে শান্তি ও সুস্হ জীবন নির্বাহের উদ্দেশ্যে ভগবান বুদ্ধের অমৃত বানী সমূহ অনুসরনের অটুট প্রয়াসে আমরা বিশ্ববাসী নিজেকে গৌরাম্বিত অনুভব করিতেছি। ভগবান বুদ্ধের কৃপা অনুসারে আজ অনেক কম সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় পারদর্শী হয়ে একে অপরের ভাব বিনিময় করিতে ও অতীতে আমাদের দূরত্বের ব্যবধান ছিল সেই ব্যবধানকে প্রায় সহজ করিতে সক্ষম হইতেছি। 'কঠিন চিবর দান উৎসব' এর সাহায্যে আমাদের ভাতৃত্বভাব গড়িয়া উঠিয়াছে। সকল বৌদ্ধ ধর্মীয় গুরু, বিশেষজ্ঞ এবং বৌদ্ধ ভিক্ষুকদের দিবানিশি কঠোর পরিশ্রমের, পারিশ্রমিক রূপে আমরা বিশেষ ভাবে ভগবান বুদ্ধের বিদ্যার অমৃত পান করিতে সক্ষম হইতেছি।
Comments
Post a Comment