Hallucinations.
Hallucinationsকি এবং এইরোগ কি ভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। Hallucinations,হলো ধরনের মানসিক রোগ যাহা মানুষের মস্তিষ্কে বিরাজ করিতে পারে দুস্চিন্তা,অনিয়মিত ঘুম, অপ্রয়োজনীয় ঔষদাদী সেবন ও মদ ভাং আদি নেসা জাতীয় দ্রব্য সেবন এবং অভ্যাস পরিনত হলে এই ধরনের রোগ হতে পারে বলে অভিহিত করেছেন মনোবিজ্ঞানীরা।
এই রোগের লক্ষণ গুলো হল কোনো বস্তুকে কোনো মানবীয় রূপ রূপে দেখা বা নিজ আত্মীয় এর রূপে দেখা।সাধারন কথায় ছবি পারদর্শী হিসাবে নিজেকে বিবেচনা মনে করা। কোনো বস্তুর শব্দতে নিজের এবং অন্য প্রতিবেশী বন্ধু আত্মীয়ের কথা বলা ও সুনিতে পারা। বাড়ীর ফেন বা গাড়ী বা ইলেকট্রনিক বস্তুর শব্দতে বিভিন্ন লোকের সঙ্গে আলোচনা করা ও তাহাদের নির্দেশ পালন করা ইত্যাদি। Assam Medical College এর মানসিক বিভাগের ডাক্তারা একথা বলেছেন। আরও বলেছেন এ রোগ যেকোনো বয়সে হতে পারে। Hallucinations রোগ হইতে আরোগ্য হতে হলে ডাক্তারের পরামর্শে ও নিয়মিত ঔষদ গ্রহনে এবং যোগ ধ্যান ও খেলাধূলা করিলে এই রোগ হতে বা মানসিক অশান্তি কম করা সম্ভব হয়। অন্যথা মানসিক অশান্তি ও পারিবারিক অশান্তিতে ভুগিতে হয়।
Comments
Post a Comment