মানসিক চাপ ইহার প্রতিকার
এই আলোচনা র মাধ্যমে আপনাদের জানিয়ে আমি অনেক আনন্দিত ও সাফল্য লাভ করেছি বলে গর্বিত অনুভব করবো, আপনাদের সহায়তা য় এই প্রবন্ধটি লিখিতে চেষ্টা করেছি। মানসিক চাপ কি এবং কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব বিস্তার করে থাকে। এখানে কিছু উদাহরণ এর দ্বারা ব্যক্ত করা হয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তে আমরা প্রতিদিন সসিয়েল মেডিয়া বা অন্যান্য সংবাদ মাধ্যমে জরিত হয়ে থাকি। এবং সংবাদ অনুযায়ী আমরা অনেকেই লাইক, কমেন্ট, শেয়ার ইত্যআদই করে থাকি। এই ধরনের কার্য কলাপ যিনি সংবাদ পরিবেশন করেন তিনি ভ্রূখেপ করিতে ও পারেন বা নাও করিতে পারেন তাহাতে সংবাদ চ্যানেল বা সংবাদ বহনকারী বা পরিবেশন কারীর কোনো অসুবিধা পরিলক্ষিত হয় না। কিন্তু আমরা লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি করে নিজেকে গর্বিত অনুভব করে থাকি। এই ধরনের কার্য কলাপ হল মানসিক চাপের কারক কারন পরিবেশিত সংবাদ আমাদের দৈনন্দিন জীবনের কোনো বিষয়ে র সঙ্গে সামঞ্জস্য পূর্ণ নাও হতে পারে। কিন্তু আমরা সেই কার্যে নিজেকে নিয়োজিত করে রাখার ফলে আমাদের সাংসারিক জীবনে কিছু পরিমাণে হলেও প্রভাব বিস্তার করে থাকে। যাহার ফলে আমাদের সাংসারিক জীবনে বাধার সৃষ্টি...