Posts

Showing posts from March, 2018

প্রত্যেক সংবাদ মাধ্যমে একটি খবর পাওয়া যায় বিভিন্ন সপ্রদায় নিজের জন্য সংঘর্সে লিপ্ত।

বর্তমানে প্রত্যেক সংবাদ মাধ্যমে একটি খবর পাওয়া যায় যে বিভিন্ন সপ্রদায় নিজের জন্য সংঘর্সে লিপ্ত হয়ে আছেন। কিন্তু আসলে দেখা যায় এইটি একটি নাটকীয় সংঘর্স। কারণ হল, ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ হলেও বিভিন্ন ধর্মাবলম্বী লোক বাস করেন এবং প্রত্যেকেই নিজের ধর্ম প্রচারে অগ্রসর হইতেছেন।  উদাহরণ হিসাবে হিন্দুরা তাঁহাদের উপার্জনের কিছু অংশ মন্দির ও নানান বিধি সম্পন্ন করিবার অর্থে ব্যবহার করেন ও হিন্দু সভ্যতার দিকও নিজেকে নিমর্জিত করিয়া আসিতেছেন। কিন্তু দেখা যায় যে সেই সকল ব্যক্তি নিজের সন্তানকে খ্রীষ্টান বিদ্যালয়ে পাঠ গ্রহন করিতে পাঠাইতেছেন, বর্তমানে শতকরা 40℅ শতাংস হিন্দু বিদ্যার্থী খ্রীষ্টান বিদ্যালয়ে ভর্তি হয়ে আসিতেছেন। সেই বিদ্যালয়ের পঞ্জীয়ন মাসুল সরকারী বিদ্যালয়ের থেকে শতগুনে বেশী থাকা সত্তেও সেই ধরনের বিদ্যালয়ে ভর্তী হয়ে আসিতেছেন। অতএব দেখা গেল সপ্রদায়ীক সংঘর্স নিরঅর্থক ও অহেতুক। বিভিন্ন সংগঠন ও জাতী, রাজনৈতিক দল ও ভারতীয় সকল ধর্মীয় গুরু এবং সপ্রদায়কে অহেতুক সংঘর্সে নিজেকে দূরে রেখে ভারতীয় জাতীয় সার্থকতা রক্ষা করিবার জন্য আবেদন করিতেছি।