Posts

Showing posts from May, 2017

আমাদের ভারতে ভাষার বিপওি,Techulator এ ইংরাজী ভাষাকে গুরুত্ত দেওয়ার কারন,সংক্ষেপে এখানে আলোচনা করা হল।

ভারত একটি বিশাল দেশ,এখানে নানা জাতী, ধরম,উপজাতীর মিলন ভূমি।বিভিদ ভাষা ভাষী লোকের উপর ভিত্তি করেছে। হিনধি বাংলা,অসমীয়া,ইংরাজী,নেপালী,ঊরধূ,পাজ্ঞাবী,গুজরাটী,মারাঠী আরোও অনেক কথিত ভাষা রয়েছে। সব ভাষার বিপওি থাকাতে হিনধি ভাষাই ভারতীয় ভাষা। Techulator,সারা পৃথিবীতে সংযোগ করার উদেদশে English ভাষাই মূল বলে পরিচিত হয়েছে। যেহেতু Google এ Article গুলো ইংরাজীতে লিপি বদধ করেছে। বিশাল পৃথিবী হাজার হাজার ভাষার যোগ। সকল দেশ বুঝিতে পারা ভাষা হল English, আমেরীকা মহা দেশে Google নামক Application টি তৈরী করে ছিলেন। ভারতে Techulator নামক Windows ঠিক একই রূপে তৈরী করা হয়েছে।