Posts

Showing posts from April, 2016

অসমের রঙালী বিহু Assamese এবং Bengali ১৪২৩, English 2016

Image
অসম এবং সমগ্র ভারতবাসী রঙালী বিহুকে অসমের 'মেল' বলে অভিহিত করা হয়েছে ৷ প্রাচীন কাল থেকেই আসামে Bihu উত্‌সব পালন করা হয় ৷ পশ্চিমবাঙলাতে চৈত্র সংক্রান্তি,পাজ্ঞাবে বৈশাখী এবং অসমে 'বহাগ বিহু'হিসাবে পালন করা হয় ৷ বিহুকেই কেন্দ্রকরে সংগীত প্রেমীরা বিভিন্ন রূপে নিজের আত্মপ্রকাশ করিয়া আসিয়াছেন ৷ তাঁহাদের আত্মপ্রকাশের উপর ভিত্তি করে অসমীয়া চলচ্চিত্র জগতে বিহু সংগীত বিশেষ সমাদর লাভ করিয়াছে ৷ বিশ্ব ইতিহাসে অসমীয়া বিহু গাণের আভাষ পাওয়া যায় ৷ অসম ইতিহাসে বিহুকে জাতীয় 'মেল'বলা হয় ৷ বৃহত্তর অসমীয়া জাতী এবং কৃষ্টি সভ্যতার পরিপ্রেক্ষিতে বিহু সংগীত অন্যতম ৷ বিহু সংগীতের অনুসরণেই অসমে নবজাগরণের সূচনা হয় ৷ অসমের যুব প্রজন্মকে নিজের মাত্রী অসম রাজ্য বৈদেশিক শাসন মুক্ত করার একমাত্র উপাদান রূপে পরিগণিত করা হয়েছে ৷ দেশভক্তি এবং অসমের জাতীয় চেতনা বোধ পরিপ্রেক্ষিতে অসমীয়া সংগীত শিল্পীরা বিভিন্ন গাণ,নাটক,কবিতা,গল্প নানান ছবি, কাব্য রচনা করিয়াছেন ৷